বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২০ রাত ১০:৪৪
৬৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় প্রতীকী পুলিশ সুপার হলেন ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসনিম আজিজ রিমি। এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হয়ে দায়িত্ব নিয়েই ভোলা জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি। সে প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে পুলিশ প্রশাসন।
বুধবার সকালে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের কাছ থেকে ব্যতিক্রমী এক আয়োজনে প্রতীকীভাবে পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন তাসনিম আজিজ রিমি। এ সময় পুলিশ সুপার তাকে এক ঘণ্টার প্রতিকী এসপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
কণ্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল এর 'গার্লস টেকওভার' কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় প্রতিকী এসপির উপস্থিতিতে এনসিটিএফ’র জেলা সমন্বয়কারি আদিল হোসেন তপুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,ভোলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার হোসেন, ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন জাহান শ্যামলী, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হামিদুর রহমান হাসিব , ভোলা সদর উপজেলা শিল্পকলা একাডেমী সাধারন সম্পাদক আবিদুল আলম, ভোলা এসটিসিএফ’র সভাপতিতে জান্নাতুল ফেরদৌস মিম, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠানে এসময় প্রতীকী পুলিশ সুপার তাসনিম আজিজ রিমির পিতা তারেক আবদুল আজিজ ওমাতা মেরিনা বেগম উপস্থিত ছিলেন।
এক ঘণ্টার পুলিশ সুপার তার স্বপ্নের কথা তুলে ধরে কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিয়ে রোধসহ করনীয় বিষয় তুলে ধরেন। এসময় তিনি বিভিন্ন তথ্য ও উপাত্তর আলোকে জানান, ভোলা জেলায় প্রতি ৫ দিনে একটি করে ধর্ষণের মামলা করা হচ্ছে। প্রতি ৮ ঘন্টায় ১টি করে নারী নির্যাতনের মামলা হচ্ছে। এমনই এক প্রেক্ষাপটে একজন কিশোরি হিসাবে অন্যান্য লাখো লাখো কিশোরির মতো স্বপ্ন দেখি একটি সুস্থ সুন্দর নিরাপদ সমাজের। যেখানে নারীরা সুরক্ষিত থাকিবে,সুন্দও ভাবে বেঁচে থাকবে। আর যেন কোন নারীকে গন্তব্যে পৌছানোর জন্য পারি দিতে না হয় এমন দুর্গম অরণ্যে। আর যেন পুরুষের গুহা থেকে মেন রক্তাক্ত অবস্থায় বেরুতে না হয় কোন নারীকে। এছাড়াও প্রতীকী এসপির দায়িত্ব নিয়ে ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রস্তাব দিয়ে একটি ধর্ষণমুক্ত, ইভটিজিংমুক্ত নারী ও শিশুবান্ধব ভোলা জেলা গড়ে তুলতে সকলকে এগিয়ে আশার আহŸান জানান রিমি।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, যে বিষয়গুলো প্রতীকী পুলিশ সুপার তুলে ধরেছেন, তাতে আমি বিস্মিত। নারীরা ধর্ষণ,ইভটিজিং এবং বাল্য বিয়ে সহ যেসব সামাজিক ব্যধিতে আক্রান্ত হচ্ছে সে প্রতীকী পুলিশ সুপারের কাছ থেকে শুনেছি। এইবিষয় গুলোক অত্যান্ত গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। তিনি আরো বলেন, তরুন ও ছাত্রছাত্রীসহ যুব সমাজকে নিয়ে আমরা যদি সামনে এগোতে পারি তা হলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
রোজায় খোলা থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি
আসন সমঝোতা প্রায় সম্পন্ন, শিগগির জানানো হবে: জামায়াত আমির
হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি
এলডিপি ও এনসিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির
ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ডে উদ্বেগ জানালো বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক