অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬ | ১৮ই পৌষ ১৪৩২


নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৩৩

remove_red_eye

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন, অসুস্থতা সত্ত্বেও দেশ ত্যাগ করেননি। দেশের প্রতি তার ভালোবাসা ও মাটির প্রতি টান মানুষের আবেগকে নাড়িয়ে দিয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের ক্রান্তিলগ্নে তাঁর অভিভাবকসুলভ নেতৃত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তাই তাঁর প্রয়াণে মানুষ গভীরভাবে ব্যথিত হয়েছে এবং সেই আবেগ থেকেই তারা জানাজায় সমবেত হয়েছে। জনগণ আশা করে, দেশনেত্রীর বিদায়ের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব আরও দৃঢ়ভাবে পালন করবে দেশের জনগণ।

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দেশের পক্ষের যে শক্তি মাঠে রয়েছে, তারা আগামীর নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ভূমিকা রাখবে এবং বিএনপিকে বিজয়ের দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করবে। তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুদৃঢ় হবে- জনগণ এ বিশ্বাস ধারণ করে।