অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছে: মির্জা ফখরুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩

remove_red_eye

১০৩

বিএনপি দল হিসেবেই প্রথম সংস্কারের কথা বলেছিল উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের বিরোধী।

রোববার (২ নভেম্বর) গুলশানের লেকশোর হোটেলে প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, আজ যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়েই। তিনি একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থায় গিয়েছিলেন, গণতান্ত্রিক একটা ব্যবস্থায় গিয়েছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তার সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয়। একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতিতে, একটা ফ্রি মার্কেট ইকোনমিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম তার নেতৃত্বে।

তিনি আরও যোগ করেন, খালেদা জিয়া প্রেসিডেন্ট ফর্ম অব গভর্নমেন্ট থেকে পার্লামেন্ট ফর্ম অব গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন।

বর্তমান সময়কে প্রযুক্তির যুগ আখ্যা দিয়ে বিএনপির নেতা–কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।