অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


‘আমাদের বড় বিজয় হয়েছে, বুধবার থেকে ক্লাসে ফিরছি’


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৬

remove_red_eye

১৪২

বেতন ভাতার ওপর ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দুই দফায় ১৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার) বাড়িভাড়া দিতে রাজি হয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

 

তারা জানিয়েছেন, দীর্ঘদিনের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ক্লাসের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী এই কথা জানান।  

তিনি বলেন, আগামীকাল থেকে আমরা শ্রেণিকক্ষে ফিরছি। এই কয়দিন আমরা ক্লাসে যেতে পারিনি। কিন্তু শ্রেণিকক্ষে গেলে আমাদের ভালো লাগে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার আমরা ক্লাস নেব। আন্দোলনের কারণে যা দিন ক্ষতি হয়েছে, আমরা তা পুষিয়ে দেব।  

দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, আমাদের আন্দোলনকে একটি বড় বিজয় মনে করছি। সব রাজনৈতিক দল আমাদের সহযোগিতা করেছে। তাদের কৃতজ্ঞতা জানাই। এ ছাড়া চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে আমরা চেষ্টা করেছি। তা হয়নি।