অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


জাতীয় নিরাপত্তা নাই, কোন ভিত্তিতে ভোটে যাচ্ছেন: সরকারকে পাটওয়ারী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৫৭

সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই, তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন।

রোববার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

 

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ইতোমধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা অনেকগুলো ইস্যু চলমান রয়েছে। গতকালকে আগুন (বিমানবন্দরে) লেগেছে। এর আগেও কার্গো ডুবে গিয়েছিল। অনেকগুলো জাতীয় নিরাপত্তা ইস্যু রয়েছে। তাই জাতীয় নিরাপত্তা ইস্যুতে জানান দিচ্ছি বাংলাদেশ খুব ভালনারেবল সিচুয়েশনে রয়েছে। জাতীয় নিরাপত্তা ইস্যুর মতো অথবা জাতীয় ক্ষেত্রে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এ সরকার। তাহলে তারা একটি বাংলাদেশের ক্রেডিবল ইলেকশন কীভাবে করবে। … সরকারের কাছে প্রশ্ন রাখছি।

তিনি বলেন, ব্যবসায়ীদের গুদামের যে সম্পদ রয়েছে, যদি কেউ এসে তা জ্বালিয়ে দেয় অথবা রাস্তার মধ্যে যারা আমাদের শিক্ষক সমাজ রয়েছেন তারা এখনো নিজেদের একটি চাকরির জন্য ঘোরাফেরা করছেন। তাদেরও কোনো নিরাপত্তা নাই। বাংলাদেশের যারা ব্যবসায়ী শ্রেণি তারা বিদ্বেষের মধ্যে রয়েছেন। তাহলে রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই, তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন? বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা যদি নিরাপত্তা না দিতে না পারে, তাহলে আমরা মনে করি বাংলাদেশের একটি ক্রেডিবেল ইলেকশন হওয়া পসিবল না।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনে আলোচনা করেছি। আমাদের দেড় কোটি ভোটার রয়েছে তারা প্রবাসী ভোটার। এখানে মৃত ভোটার রয়েছে। এ দেড় কোটি ভোটার তারা কী আওয়ামী লীগে দেবে, নাকি বিএনপির প্রার্থী গিয়ে সেই ভোটগুলো সিল দেবে, নাকি জামায়াতে দেবে-এ বিষয়ে আমরা তাদের কাছে প্রশ্ন তুলেছি। তারা বলেছে এ বিষয়ে তারা কিছু উদ্যোগ নিয়েছে।

কমিশন সম্পূর্ণরূপে মৃত ভোটার ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে নাই উল্লেখ করে তিনি বলেন, মৃত ভোটার যদি ভোটার লিস্ট থেকে বাদ দিতে না পারে তাহলে এটা জনগণের একটি ইলেকশন হবে না। এটা একটি লোক দেখানো নাটকে পর্যবেশিত হবে। এজন্য আমরা তাদের বলেছি একটি ক্রেডিবেল ভোটার লিস্ট লাগবে। তারা বলেছে অক্টোবরের ফাস্ট-এর মধ্যে তারা একটি ভোটার লিস্ট সম্পূর্ণ করবে।

তিনি বলেন, ইলেকশন কমিশনের টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনআইডি কার্যক্রম নিয়ে অনেক দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। যদি কোনো প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয় সেই প্রতিষ্ঠানের পক্ষে একটি সুন্দর, সুষ্ঠু, ফেয়ার ইলেকশন দেওয়া বাংলাদেশে পসিবল না। আরেকটি বিষয় হলো আমরা দেখেছি গত ১৫ বছরে অনেক স্কুল-কলেজ বিভিন্ন জায়গায় তারা হেডমাস্টার হয়েছিল, কর্মকর্তা হয়েছিল তারা আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত ছিল। এবং সেখানে উইদাউট এনি মেরিট বেস পরীক্ষা ছাড়া তারা নিয়োগ হয়েছিল। তারাই যদি ইলেকশনে অংশগ্রহণ করে এবং তারাই যদি ওভারসি করে বা সেখানে দায়িত্ব থাকে আমরা মনে করি না ইলেকশন ক্রেডিবল হবে।

আমরা অনেকগুলো বিষয়ে অভিযোগ করেছি। যেই বিষয়গুলো সমাধান হলে আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো। যদি ওনারা না করেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে। এ ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, বিএনপি যে গণতন্ত্র বলে, এ গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতায় যেতে চায়। পিপলের এম্পাওয়ারমেন্ট হয় না। জামায়াতে ইসলামী যে গণতন্ত্র বলে জামায়াতের ইসলামীর এক দুই লাখ নেতাকর্মী ক্ষমতায় যেতে চায়। আমরা যে গণতন্ত্র বলি সেই গণতন্ত্র আমরা পিপলের পাওয়ারম্যান চাই এবং এজন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি।

শাপলা প্রতীক না পেলে কী করবেন এমন প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, তারা আগে যেটা বলেছিল যে, শাপলা নাকি জাতীয় প্রতীক। তারা বলেছিল যে, লিগাল বাইন্ডিং আছে। সেগুলোর জবাবগুলো আমরা তাদের সরাসরি এসে দিয়েছি। সেই জায়গা থেকে তারা সরেছে এবং কনভিন্স হয়েছে। কিন্তু এখন তারা নতুন যুক্তি দাঁড় করিয়েছে, যে এটা এনলিস্টেড না। এখন তারা এনলিস্টেড কেন নাই অথবা এনলিস্টেড তারা কোন নীতিমালা অনুযায়ী এতদিন করেছে সে বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি। আমরা এখন আশা করি পাব। ইনশাআল্লাহ আমরা শাপলা নিয়ে ইলেকশন করব।

অন্য এক প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, যদি করাপশন ফ্রি না করতে পারে, ইসি যদি মৃত ভোটার লিস্টের সঠিক সমাধান না করতে পারে এ বিষয়গুলো সমাধান না করতে পারে অবশ্যই তাদের পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশনে যদি কেউ বসে রেস্ট নেয়। আপনারা জানেন নির্বাচন কমিশনের অনেকেই প্রবাসী ভোটারের নামে বিদেশে আমোদ, প্রমোদে ব্যস্ত। তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আমাদের যারা ডায়াসপোরা রয়েছে তাদের থেকে আমরা খোঁজ নিয়েছি সেখানে যাইয়া মিটিং করে পায়ের উপর পা ধুলিয়ে। সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে যদি এ নির্বাচন কমিশন যদি সদিচ্ছা নিয়ে কোনো দলদাস না হয়ে, কোনো ক্যান্টনমেন্টের দাস না হয়ে এক মাসও কাজ করে, বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া সম্ভব। কিন্তু তারা সেই চ্যালেঞ্জটা ফেস করবে কিনা এ সৎ সাহস আমরা মনে করি ইলেকশন কমিশনের এখনো নাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।





মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

আরও...