অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মির্জা ফখরুল ও সালাহউদ্দিন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫৩

remove_red_eye

৯০

বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় ঐকমত্য কমিশন অফিসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ ইতোমধ্যে জাতীয় সংসদ এলডি হলস্থ জাতীয় ঐকমত্য কমিশন অফিসে পৌঁছেছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে জুলাই সনদটি শুক্রবার বিকেলে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বিএনপির শীর্ষ দুই নেতার এই অনুষ্ঠানে যোগদান গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে সনদ বাস্তবায়ন ও প্রক্রিয়া নিয়ে মতভিন্নতার কারণে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব দল অংশ নেবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও গণভোটের সময় নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত।

বিএনপি ও এর মিত্ররা ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের দিনই গণভোট চায়, অন্যদিকে জামায়াত চায় নভেম্বর মাসে সংসদ নির্বাচনের আগে গণভোট হোক। দলটি সংসদের উভয় কক্ষেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন দাবি করছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষরের আগে সরকারের কাছ থেকে নির্বাহী আদেশে বাস্তবায়নের নিশ্চয়তা চায়। এসব ইস্যুতেই আজকের অনুষ্ঠানে সব দলের উপস্থিতি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিএনপিসহ তাদের জোটভুক্ত দলগুলো সনদে সই করবে বলে নিশ্চিত হওয়া গেছে, তবে জামায়াত এখনো সিদ্ধান্ত নেয়নি।

এনসিপি ও বাম দলগুলো ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা সনদে সই করবে না। গত রাতে এনসিপি জানিয়েছে, তারা এই অনুষ্ঠানে যোগ দেবে না।