অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


সমাবেশে বিএন‌পিকে আমন্ত্রণ জানায়‌নি জামায়াত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

৯৯

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়।

শনিবার (১৯ জুলাই) বিকেলে বিএন‌পির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

জানতে চাইলে জামায়াতের না‌য়ে‌বে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তা‌হের জানান, নির্বাচনে পিআর পদ্ধতির প‌ক্ষে থাকা দলগু‌লো‌কে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হ‌য়ে‌ছে।

সমাবেশে যেতে গণসংহতি আন্দোলনকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত। সংহতির এক নেতা জানান, সমাবেশে তাদের কেউ যাবেন না।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আমন্ত্রণ পেয়ে সমাবেশে অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন ইসলামী দলের নেতারা এতে অংশ নিয়েছেন।