অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৬ই জুলাই ২০২৫ | ১লা শ্রাবণ ১৪৩২


গণতন্ত্র ধ্বংস ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার করতে হবে: নয়ন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৫

remove_red_eye

১০৯

গণতন্ত্র ধ্বংস ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

সোমবার (০৪ নভেম্বর) সিরাজগঞ্জে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে নিয়ে দিকনির্দেশনামূলক এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশে নয়ন বলেন, এমন কিছু করবেন না, যাতে দলের বিরুদ্ধে কেউ আঙুল তুলে কথা বলতে পারে। কোনো অন্যায়, জুলুম করবেন না, করতে দেবেনও না।  

তিনি বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। তারেক রহমান বলেছেন, মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করতে হবে।

নয়ন আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে যাতে ফ্যাসিস্টরা আর ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। জনগণের দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হয়।

বিগত সাড়ে ১৫ বছরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম ও হত্যা করেছে। যারা গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসরা।

তিনি বলেন, দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে। এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। এর জন্য দায়ী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা।  

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নয়ন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতার নামে করা সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।  

এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। এছাড়া আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ সিরাজগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।





জুলাই গনঅভূত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিলো : নাহিদ ইসলাম

জুলাই গনঅভূত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিলো : নাহিদ ইসলাম

ভোলার ইলিশা ফেরিঘাট অতি জোয়ারে প্লাবিত

ভোলার ইলিশা ফেরিঘাট অতি জোয়ারে প্লাবিত

ভোলায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে জামায়াতের মতবিনিময় ও অনুদান বিতরণ

ভোলায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে জামায়াতের মতবিনিময় ও অনুদান বিতরণ

দেশের টাকা দেশে রেখেই দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম

দেশের টাকা দেশে রেখেই দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম

ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে আর বোকা বানানো যাবেনা: গোলাম মোর্শেদ রাসেল

ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে আর বোকা বানানো যাবেনা: গোলাম মোর্শেদ রাসেল

বোরহানউ‌দ্দি‌নে শিল্প‌বিপ্লবের মহানায়ক নুরুল ইসলা‌মের পঞ্চম মৃত‌্যুবা‌র্ষিকী পা‌লিত

বোরহানউ‌দ্দি‌নে শিল্প‌বিপ্লবের মহানায়ক নুরুল ইসলা‌মের পঞ্চম মৃত‌্যুবা‌র্ষিকী পা‌লিত

মনপুরায় নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

মনপুরায় নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

মনপুরায় কোস্ট ফাউন্ডেশন'র 'চর'(CHAR) প্রকল্পের সমাপনী সভা

মনপুরায় কোস্ট ফাউন্ডেশন'র 'চর'(CHAR) প্রকল্পের সমাপনী সভা

আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক

আরও...