অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় দুইদিন ধরে বৈরী আবহাওয়া টানা বৃষ্টি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

২৪৫

২৪ ঘন্টায়  জেলায় ৮৮.২ মিলিমিটার বৃষ্টিপাত

ইলিশা -লক্ষ্মীপুর তজুমদ্দিন- মনপুরা রুটে নৌযান চলাচল বন্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক  : বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভোলায় গত দুইদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে।  সেই সাথে বইছে হালকা  থেকে মাঝারি  ধরণের ঝড়ো হওয়া। সূর্যের দেখা নেই গত দুই দিন। এতে করে স্বাভাবিক জরবীবন ব্যহত হয়েছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েছে চরম বিপাকে। বৈরী আবহাওয়ার কারণে ভোলার ইলিশা -ল²ীপুর এবং তজুমদ্দিন- মনপুরা,হাতিয়া নৌ রুটে বন্ধ রাখা হয়েছে সকল ধরনের নৌযান চলাচল।
 ভোলা আবহাওয়া অফিস  জানায়, গত ২৪ ঘন্টায় শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত জেলায় ৮৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  আজ রবি ও সোমবার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন ভোলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান। এদিকে শুক্র ও শনিবার দুই দিন টানা বৃষ্টিপাতের কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এদিকে স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ হয়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষরা পড়েছে চরম বিপাকে।
পানিউন্নয়বোর্ড এর নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, বৈরী আবহাওয়ার কারণে মেঘনা তেতুলিয়া নদী কিছুটা উত্তাল রয়েছে।  তবে জেলার কোথাও নদীর তীরবর্তী বেরিবাধ ঝুঁকিপূর্ণ নয়।