অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

১৯১

লালমোহন প্রতিনিধি : গণঅধিকার পরিষদের নিবন্ধন এবং ট্রাক প্রতীক পাওয়ায় ভোলার লালমোহন উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গণঅধিকার পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের চৌরাস্তার মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরআগে পৌরশহরের ডাকবাংলো ব্রিজ সংলগ্ন এলাকায় গণঅধিকার পরিষদ লালমোহন উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন ভোলা জেলা গণঅধিকার পরিষদের আহŸায়ক মো. সামির ফরাজী।
এ সময় জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান (আবু তৈয়ব), লালমোহন উপজেলার আহŸায়ক মো. ইলিয়াছুর রহমান এবং পৌরসভার আহŸায়ক মো. আব্দুল্লাহ আল-মামুনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।