অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


ভোলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৪ রাত ১০:০৫

remove_red_eye

১৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসময় বিভিন্ন জেলায় বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্য কামনায় দোয়া মাহফিল হয়। 

রবিবার ভোলার শহরের মহাজনপট্টি এলাকার বড় জামে মসজিদের যোহর বাদ এ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও পর্যায়ক্রমে ভোলার শহর ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মসজিদের দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

ভোলার শহরের মহাজনপট্টি বড় জামে মসজিদের দোয়া মহফিলে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মো: রাইসুল আলমসহ জেলা, পৌর সভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহন প্রতিনিধি জানান, লালমোহন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় উপজেলা, পৌরসভা এবং অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।  

পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সানাউল্যাহ।

লালমোহন পৌর বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্যাহ হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজান হাওলাদারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৌলতখান সংবাদদাতা জানান, দৌলতখানে উপজেলা বিএনপি দলীয় অফিসে দলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল উপজেলা বিএনপি দলীয় অফিসে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং  আলোচনা সভা।  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা  বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন,  নিজাম উদ্দিন ভূইয়া, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন হাওলাদার,  যুগ্মসাধারণ সম্পাদক ফখরুল আলম টুপি। পৌর বিএনপির সহ-সভাপতি আবুল বশির মেম্বার,  সাধারণ সম্পাদক ও ভবানীপুর  ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম আযম পলিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দে উদ্বেলিত  নেতাকর্মীদের মুহুর মুহুর কর্তালীর মধ্য দিয়ে  পতাকা উত্তোলন করা হয়। পরে  বিএনপি দলীয় অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া সহ অন্যান্য দলীয় ও অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ। এসময়  বিএনপির সহ-সভাপতি গোলাম কবির স্বপন, সহ-সভাপতি আলাউদ্দিন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।