অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমোহনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১৩

remove_red_eye

৬১

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় উপজেলা, পৌরসভা এবং অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।  
পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সানাউল্যাহ।
লালমোহন পৌর বিএনপির আহŸায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহŸায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্যাহ হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম-আহŸায়ক মিজান হাওলাদারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।