অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে চীনের সহযোগিতা চেয়েছেন কৃষি উপদেষ্টা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৪ বিকাল ০৪:৪১

remove_red_eye

১৭২

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের ভয়াবহ বন্যায় ৪০টিরও বেশি জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কাটিয়ে উঠতে চীনের সহযোগিতা প্রয়োজন।
তিনি আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, যুগ্মসচিব জোহরা খাতুন, চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং, হেড অব এ্যাডমেনিসট্রেশন জিয়ান ই, পুলিশ লেইজ্ন অফিসার ঝাঁও ই, পলিটিক্যাল এটাচে  লিয়াং শুয়িং উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চীন আমাদের সবচেয়ে পুরানো ও পরীক্ষিত বন্ধু। চীনের সঙ্গে সকল ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ হতে আম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন মৌসুমি ফল আমদানীতে তার দেশের আগ্রহের কথা জানান।
কৃষি উপদেষ্টা আগামী মৌসুমে চীনে মৌসুমি ফল রপ্তানী করা হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী চীনা নাগরিকদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা জানালে উপদেষ্টা তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের কথা জানান।
চীনের অর্থায়ন ও কারিগরী সহযোগিতায় দেশে চলমান বিভিন্ন প্রকল্পের অফিস, স্থাপনা ও সামগ্রীর নিরাপত্তা  নিয়ে শঙ্কা থাকলেও উপদেষ্টা তা জানাতে বলেন।
কৃষি উপদেষ্টা চলমান পরিস্থিতিতে চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।