অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় নৌ বাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

১৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  অস্বাভাবিক জোয়ারের পানিতে গত কয়েক দিন ধরে প্লাবিত ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাধের বাইরে থাকা ও নি¤œাঞ্চলের অসহায় দুর্ভোগে থাকা পানিতে আক্রান্ত পরিবার গুলোর পাশে দাড়িছেন বাংলাদেশ নৌ বাহিনীর সদস্যরা।
 রবিবার বিকালে ভোলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পানির কারনে দুর্ভোগে থাকা পরিবার গুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় তাদের হাতে ত্রাণ সামগ্রীর চাল, চিরা, চিনি, ঔষধ স্যালাইন ও পানির প্যাকেট তুলে দেয়া হয়েছে।
জানাযায়, উজান থেকে নেমে আসা পানির ঢল ও মেঘনা তেঁতুলিয়ার অতিজোয়ারের পানিতে ভোলা সদর উপজেলা  রাজাপুর ইউনিয়নের একাংশ, মেঘনার মধ্যর্বী বহু চর ও বেড়িবাঁধারে বাইরের ঘরবাড়ি গুলো পানিতে তলিয়ে যায়। এতে তাদের স্বাভাবিক জীব যান ব্যহত হয়। পরিবার পরিজন নিয়ে পড়ে চরম দুর্ভোগে। এসব মানুষের দুর্ভোগ লাগবে সাহায্য নিয়ে এগিয়ে আসেন নৌবাবিহীনির সদস্যরা।  

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ভোলা জেলার কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল আল মামুন, সহ- কন্টিনজেন্ট লে: কমান্ডার সাদ সাজলিন শুভ, ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।