অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


পদত্যাগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে বল প্রয়োগ করা যাবে না: শিক্ষা উপদেষ্টা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

১৬১

শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়  বিষয়ক  উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য কাউকে  বল প্রয়োগ করা যাবে না।
তিনি আজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন। 
শিক্ষা উপদেষ্টা বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারো বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা  গ্রহণ করা হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদলী করা হয়। তাদের বল পূর্বক পদত্যাগের সুযোগ নেই।
উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোরপূর্বক  কাউকে পদত্যাগে বাধ্য করা হলে এবং অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙ্গে পড়তে পারে। ফলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে। 
একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক  সম্পর্ক  ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমান  করা যাবে না। 
এসময় শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষা উপদেষ্টা ।