অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


অটোরিকশাচালক হত্যা: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

১৬০

অটোরিকশাচালক বাবু মোল্লাকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভগ্নিপতি মাসুদ রানা বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ মামলার আবেদনটি হাতিরঝিল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য মো. ওয়াকিল উদ্দিন।

এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বাবু মোল্লা তার ভগ্নিপতি মাসুদ রানার সঙ্গে জুম্মার নামাজ পড়তে যান। পরে নামাজ পড়ে বাসায় ফেরার পথে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হন।