অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৪ রাত ১০:১০

remove_red_eye

১৫৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। শনিবার বিকালে লালমোহন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার মৃত রতন মালের দুই ছেলে খোরশেদ মাল ও খোকন মাল।
লিখিত বক্তব্য পাঠ করে এ সময় খোরশেদ মাল জানান, আমাদের দীর্ঘদিনের পারিবারিক কলহকে কেন্দ্র করে গত ২১ই আগস্ট সন্ধ্যায় পৌর শহরের উত্তর বাজার থেকে আমার ভাই সুমন মালকে কয়েকজন মিলে তুলে নেয়। আমি ঘটনাটি শুনে তা সমাধান করে দিয়েছি। তবে ২৪ই আগস্ট ভোরে আমাদের বাসায় যায় পৌর শহরের বর্ণালী সড়কের নাঈম নামে একজন। তিনি নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে সুমনের কাছ থেকে আগের ঘটনা জানতে চায়। এ সময় আমার ভাইকে ছাত্রদলের নয়ন, ইলিয়াস এবং রুবেলসহ কয়েকজনের নাম শিখিয়ে একটি ভিডিও তৈরি করে তা ফেসবুকে পোস্ট করেন। ওই ভিডিওকে কেন্দ্র করে বিএনপির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, যা সত্য নয়।