অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে রাইস কুকারের গরম পানিতে দগ্ধ হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৬৯

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনের অহিদুন নবী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বিউটি রানী পাল গরম পানিতে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ৫দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪.৪০ টায় মৃত্যুবরণ করেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, গত ১৭ আগস্ট দুপুরে ভাত রান্না করার জন্য রাইস কুকারে পানি গরম করে বিউটি রানী পাল। ফুটন্ত পানিতে চাল দিতে গেলে পানি তার গায়ে পরে। এতে সারা শরীর দগ্ধ হয়। প্রথমে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে ঢাকা বার্ণ ইউনিটে নেওয়া হয়। বার্ণ ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় বিউটির। তিনি লালমোহন অহিদুন নবী মাধ্যমিক বিদ্যালয়ের কাব্যতীর্থ বিষয়ের শিক্ষক। পৌরসভার ৬নং ওয়ার্ড মাস্টার পাড়া এলাকায় বসবাস করতেন বিউটি। পিতা কালাচান পাল। তার স্বামী গৌতম অধিকারী লালমোহন ব্র্যাক অফিসে চাকরী করেন। এক সন্তানের জননী বিউটির শ্বশুর বাড়ি নেছারাবাদ এলাকায়।