অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলার লালমোহনের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা বশির আহমেদ আর নেই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৩১৭

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার লালমোহন উপজেলার গজারিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মাওলানা বশির আহমেদ (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী,৪ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আগামী কাল শুক্রবার ২৩ আগষ্ট লালমোহনের গজারিয়া বাজার মরহুমের বাড়ি এলাকার জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ১০ টায় জানাজা অনুষ্ঠিত হবে। এলাকার সকল ধর্মপ্রাণ মানুষকে তার জানাজায় অংশ গ্রহণ করার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানান। 

এদিকে তার মৃত্যুতে দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক বিশিষ্ট প্রবীণ সাংবাদিক মোঃ হাবিবুর রহমান গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।