অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

২২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল সহ ৩৫ জনের বিরুদ্ধে দৌলতখান থানায় চাঁদাবাজির মামলা হয়েছে।
বুধবার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক মাস্টার বাদী হয়ে এ মামলা করেন। এই মামলায়  উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, তার ছেলে মো. আকাশ ও ভোলা জজ কোর্টের আইনজীবী গোলাম মোর্শেদ তালুকদার কিরণের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৩০ জনকে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যরঞ্জন খাসকেল সাংবাদিকদের জানান,বুধবার সকালে মামলাটির বাদী নিজে থানায় গিয়ে আসামিদের বিরুদ্ধে মামলাটি করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি মাসের ৩ আগষ্ট উল্লেখিত আসামিরা একত্রিত হয়ে বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বাদীকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়। এজাহারে সাবেক এমপি আলী আজম মুকুলসহ ৫ জনের নাম উল্লেখ আছে। অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৩০ জনকে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।