অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৪ রাত ০৯:৩৯

remove_red_eye

১৮৩

লালমোহন প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে বর্ণাঢ্য র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো: ফরিদ উদ্দিন, জহিরুল ইসলাম সুমন প্রমূখ বক্তব্য দেন।
পরে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো: মিজানুর রহমান বশির, প্রভাষক রেজানুর রহমান শাহিন, শহিদুল ইসলাম হাওলাদার, এনায়েত কবির মুন্সি, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মো: হাতেম হাওলাদার, মো: জুলহাসসহ আরও অনেকে।