অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

৩০০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা পরিষদেও চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটবের বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছে উপজেলা ও পৌরসভা মহিলা দলের নেতাকর্মীরা।
রবিবার (১৮ আগস্ট) দুপুরে ওই চেয়ারম্যানের পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ বাসভবনের সামনে জড়ো হয়ে ঝাডু মিছিল করেন তারা।
মিছিলটি পৌর শহরের করিম রোড উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা চেয়ারম্যানের বাসভবন প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটবের বিরুদ্ধে দুর্নীতি ও আওয়ামী লীগের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের মদদপুষ্ট হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ তোলেন মহিলা দলের নেতাকর্মীরা।
উপজেলা মহিলা দলের সভানেত্রী সালেহা বেগমের নের্তৃত্বে মিছিলে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম বকুল, পৌরসভা মহিলা দলের মনি দে, জান্নাতুল ফেরদৌস, রেহানা মনি, বকুল বেগম, নাজমা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।