অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলার ১০ থানায় পুলিশের টহল ডিউটিসহ সার্বিক কার্যক্রম শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

১৯৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা  জেলার ১০ টি থানা এলাকায় পুলিশের টহল ডিউটিসহ আইনশৃ্খংলা রক্ষায় সার্বিক কার্যক্রম শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় ভোলায় পুলিশ ডিউটিতে ফিরে আসায় প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে থানা গুলোতে।
আজ সোমবার সকাল থেকে জেলার ১০টি থানা ও ১০ টি তদন্ত কেন্দ্রে পুলিশের তৎপড়তা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত কয়েক দিন পুলিশ শুধু থানা অভ্যন্তরে সিমীত পরিসরে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করতো। থানাগুলোতে পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্থি ফিরে এসেছে জনজীবনে। ৬ দিন পর ভোলায় পুলিশের সদস্যদের মাঠে কাজ করতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যোমে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। এসময় তাদের পাশাপাশি ছাত্রদের ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। এদিকে ভোলা সদর মডেল থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় পুলিশি সেবা নিতে সাধারন মানুষের ভীর লক্ষ্য করা গেছে। অন্যদিকে বিগত বেশ কিছুদিন পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে যে সকল সাধারন শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের সড়কে ট্রাফিকের কাজ পরিচালনা করে এসেছে তাদের ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান।
ভোলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান বলেন, জেলার ১০টি থানা ও ১০ টি তদন্ত কেন্দ্রে পুলিশের সেবা কার্যক্রম এক মিনিটের জন্যও বন্ধ ছিলোনা। আমাদের বাইরের কার্যক্রম পরিবর্তিত প্রেক্ষাপটে সাময়িক বন্ধ ছিলো। আজ থেকে সার্বিক কার্যক্রম শুরু হয়েছে। আমরা সবাই একসাথে দেশ গড়ার কাজ করবো। তিনি আরো বলেন, আমাদের সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি এবং ছাত্র আন্দোলনের প্রতিনিনিধি আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা সবাই আমাদের সহযোগিতার আশ^াস দিয়েছে। আমরা অতীতে যেমন সবাই এক সাথে কাজ করেছি, তেমনি বর্তমান সময় ও আগামী দিনে জনগণকে সাথে নিয়ে একসাথে কাজ করবো।