অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে শিক্ষার্থীদের দেওয়াল অঙ্কন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

১৭৬

লালমোহন প্রতিনিধি : শিক্ষার্থীদের রঙ তুলিতে বদলে যাচ্ছে ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অপরিচ্ছন্ন দেওয়াল। তাদের রঙ তুলির আঁচড়ে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন দেওয়ালগুলো এখন উজ্জ্বল হয়ে উঠেছে। শিক্ষার্থীদের এই দেওয়াল অঙ্কনে এখন ফুঁটে উঠেছে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি।
১৯৫২ ও ১৯৭১-কে স্মরণ করে তার পাশে ২০২৪-কে স্মরণীয় করে রাখতে লালমোহন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়েছে এই দেওয়াল অঙ্কন।
সোমবার দিনব্যাপী লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দেওয়ালে বিভিন্ন ক্যালিওগ্রাফি, গ্রাফিতি এবং উক্তি লিখেন শিক্ষার্থীরা। এই দেওয়াল অঙ্কনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।