অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে যৌথ মহড়ায় শুরু থানার কার্যক্রম


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩

remove_red_eye

২৫৫

লালমোহন প্রতিনিধি : যৌথ মহড়ার মধ্যদিয়ে শুরু হয়েছে ভোলার লালমোহন থানা পুলিশের কার্যক্রম। সোমবার বিকেলে থানা প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল এবং গাড়িযোগে উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশের এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি লালমোহন পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠিত মহড়ায় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফরহাদুর রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি এসএম মাহবুব উল আলম, ওসি (তদন্ত) এনায়েত হোসেনসহ বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।