অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে মেজর (অব.) হাফিজ উদ্দিনের আগমন উপলক্ষ্যে বিএনপির ব্যাপক প্রস্তুতি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৪৫৪

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের লালমোহন আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা। আগামী মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকায় এসে লালমোহন পৌরশহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে একটি জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। ওই জনসভা সফল করতে লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক সভা করছেন।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার এবং সন্ধ্যায় মঙ্গলসিকদার বাজারে পৃথকভাবে প্রস্তুতিমূলক সভা করা হয়। ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল।
এ সময় অন্যান্যের মধ্যে লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, পৌর বিএনপির আহŸায়ক ছাদেক ঝান্টু, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ করিম নিরবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।