অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে রাতের আঁধারে বসতঘর থেকে ১০ভরি স্বর্ণালঙ্কার চুরি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

১৭১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে বসতঘরের গ্রিলের তালা ভেঙে ১০ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোর চক্র। এছাড়াও চোর চক্র বসতঘরের আলমিরা এবং শুকেস ভেঙে তছনছ করে ফেলে। শুক্রবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাচন হাওলাদার সড়কের লোকমান পাটোয়ারির বাসায় এ ঘটনা ঘটে।
লোকমান পাটোয়ারির বড় ভাই লতিফ পাটোয়ারি জানান, আমার ভাই শুক্রবার তার মেয়েকে জাপানে পাঠানোর জন্য স্বপরিবারে ঢাকায় যান। তাই তাদের বসতঘরটি ফাঁকা পড়ে থাকে। এই সুযোগে ফাঁকা বসতঘরে হানা দেয় চোর চক্র। তারা বসতঘরের গ্রিলের তালা ভেঙে ঘরে থাকা অন্তত ১০ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ওই চোর চক্র ঘরের আলমিরা এবং শুকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বিষয়টি আমরা থানা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি। 
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, বসতঘরে চুরির ঘটনাটি আমাদের জানানো হয়েছে। শিগগিরই এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।