অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে যানজট নিরসনে সড়কে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবী


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

২৬৯

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সড়কের যানজট নিরসনে কাজ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবীরা। বৃহস্পতিবার দিনব্যাপী পৌরশহরের ব্যস্ততম সড়কে যাত্রীবাহী গাড়ি, ট্রাক-লড়ি, রিকশা এবং মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবীরা।
আওয়ামী লীগ সরকারের পতনের পরে আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর দশার কারণে শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানের জন্য পরামর্শও প্রদান করেন তারা। তাদের এ উদ্যোগের প্রশংসা করেছেন বাজারের ব্যবসায়ী এবং পথচারীরা।
এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. তন্ময়, মো. সিফাত, মো. আসিফ, আল-আমিনসহ আরো কয়েকজন শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানের অপেক্ষায় লালমোহনের উপদেষ্টা মো. শামীম রেজাসহ সংগঠনের সদস্যরা অংশনেন।