অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

১৭২

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শিক্ষার্থী, বিএনপি এবং জামায়াতের উদ্যোগে পৌরশহরের চৌরাস্তার মোড়ে পৃথকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকালে একই স্থানে সমাবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ সময় বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব জুলুম, নির্যাতন, চাঁদাবাজী এবং জবরদখল হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এ জন্য সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের সংগ্রাম ছিল মুক্তির ও স্বৈরাচার নিপাতের। আমরা এখন তা পেয়েছি। নতুন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
সমাবেশে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহŸায়ক সোহেল আজিজ শাহীন, উপজেলা যুবদলের আহŸায়ক শাহিনুল ইসলাম কবীর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল হক, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন এবং প্রচার সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জসিম উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শিক্ষার্থীদের উদ্যোগে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন আব্দুল হান্নান রানা, তাবিবুর রহমান শিফাত, মোহাম্মদ তন্ময় এবং মো. মুন্নাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে উপজেলার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, ভোলা জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা মোসলেহউদ্দিন এবং উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজগরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।