অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৪ রাত ০৮:০০

remove_red_eye

১৭৭

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে যেকোনো ধরনের গুজব মোকাবিলায় সতর্ক থাকার আহŸান জানান।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান টিটব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি এসএম মাহবুব উল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।