অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


মৎস্য পদক পেলো ২২ ব্যক্তি-প্রতিষ্ঠান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

৭০

মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক পেলো ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান। পদক হিসেবে ছিল ছয়টি সোনা, আটটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ শুরু হয় মঙ্গলবার, যা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক, ২০২৪ দেন।