অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


নিহতদের স্মরণে লালমোহনে শোক র‌্যালি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২৪ রাত ০৮:০৫

remove_red_eye

২০৬

লালমোহন প্রতিনিধি: আন্দোলনে শিক্ষার্থীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহতদের স্মরণে ভোলার লালমোহন উপজেলায় শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালিটি বের হয়ে পৌরশহরের চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
অন্যদিকে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাÐের প্রতিবাদে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপি-জামায়াতের ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া অবিলম্বে নাশকতাকারীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা।
এ সময় লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহŸায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।