অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


কারফিউ সিথিল হওয়ায় ভোলা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৪ বিকাল ০৫:০৬

remove_red_eye

২৬০

              স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে রাত ৮ পর্যন্ত ভোলা জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। কারফিউ সিথিল হওয়ার ফলে ভোলায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কারফিউর কারনে প্রায় সপ্তাহ ব্যাপী বন্ধ থাকে ভোলা - ঢাকা , লক্ষীপুর , বরিশাল সহ বিভিন্ন রুটের সি-ট্রাক লঞ্চগুলো । আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ থাকা সকল রুটের লঞ্চ ,সি-ট্রাক ভোলা থেকে নিজ নিজ গন্তব্যে ছেড়ে যেতে দেখা গেছে।  
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদর ভীর। এই ঘাট থেকে ভোলা-ঢাকা ও ভোলা-ল²ীপুর রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল করে। র্দীঘ দিন পর জমজমাট হয়ে ওঠে ইলিশা লঞ্চঘাট। যাত্রীরা জানান,এতো দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। অনেকে জরুরী প্রয়োজন থাকা স্বত্বেও তারা ঢাকাসহ গন্তব্যে যেতে পারেননি। প্রায় এক সপ্তাহ পর লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের ভোগান্তি নিরসন হয়েছে বলেও জানান তারা।
এদিকে জেলার অভ্যন্তরীন সকল যানবাহন চলাচল স্বাভাবিক  থাকায় নি¤œ আয়ের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। অন্যদিকে ভোলার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো খোলা থাকার কারনে ব্যবসায়ী ও সাধারন মানুষ তাদের লেনদেন  স্বাভাবিক রয়েছে। তবে ব্যবসায়ীরা  বলছে, দোকান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা খুবই  কম। এটি স্বাভাবিক হতে হয়তো আরো সময় লাগবে বলেও জানান তারা। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যহত রয়েছে। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।