লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৪ রাত ০৮:৫৩
১৭৪
প্রতিবাদেও মিলছে না প্রতিকার
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় আবাসিক এলাকায় চামড়া মজুত করেছেন সেলিম সওদাগর নামে এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানিগ্রামের সাফিয়া খানম মাদরাসা সংলগ্ন আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে চামড়া মজুত করে রেখেছেন। চামড়ার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দাসহ মসজিদের মুসল্লিরা। দুর্গন্ধে মসজিদের মুসল্লিদের নামাজেও সমস্যা হচ্ছে। এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে স্থানীয় বাসিন্দাসহ মসজিদের মুসল্লিরা লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবুও চামড়ার দুর্গন্ধ থেকে রক্ষা মেলেনি ওই এলাকার বাসিন্দাদের।
স্থানীয় মসজিদের কয়েকজন মুসল্লি জানান, এখানে সেলিম সওদাগর পশুর চামড়া এনে মজুত করে রেখেছেন। ওই চামড়া আবার মসজিদের পুকুরের ঘাটলায় নিয়ে পরিষ্কার করেন। এই চামড়ার দুর্গন্ধে এলাকায় থাকা এখন কষ্টের হয়ে গেছে। মসজিদের ফ্যানও চালানো যায় না। ফ্যান চালু করলে দুর্গন্ধ বেড়ে যায়। এতে করে ঠিকমতো মসজিদে অবস্থানও করা যায় না। ওই চামড়া মজুতকারী সেলিম সওদাগরকে একাধিকবার এখান থেকে চামড়ার ঘরটি সরানোর জন্য বলা হয়েছে। তবে তিনি কারও কথাই শুনছেন না। এমন অবস্থায় এই এলাকা থেকে চামড়ার গোডাউনটি সরাতে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
স্থানীয় বাসিন্দারা বলেন, চামড়ার দুর্গন্ধে ঘরেই থাকা যাচ্ছে না। শিশুদের নিয়ে থাকতে অনেক সমস্যা হচ্ছে। আমরা বহুবার চামড়ার মালিককে এখান থেকে চামড়াগুলো সরিয়ে নিতে বলেছি। তবুও তিনি নেই-নিচ্ছি বলে কেবল দিন পার করছেন। তাই এখন আমাদের ভরসা প্রশাসন। প্রশাসনের কাছে অনুরোধ রইলো দ্রæত সময়ের মধ্যে চামড়াগুলো এখান থেকে সরিয়ে নিতে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রায়হান মাসুম বলেন, চামড়ার দুর্গন্ধে স্থানীয় মানুষজন চরম দুর্ভোগে রয়েছেন। স্থানীয়দের এই দুর্ভোগ লাঘবের জন্য ওই চামড়ার মালিককে একাধিকবার সতর্ক করেছি। তবুও তিনি চামড়া সরাননি।
আবাসিক এলাকায় চামড়া মজুতের বিষয়ে ব্যবসায়ী মো. সেলিম সওদাগর বলেন, ওই স্থান থেকে চামড়ার গোডাউনটি শিগগিরই সরিয়ে নেবো। এজন্য এরইমধ্যে বিভিন্নস্থানে ঘরের খোঁজ নিচ্ছি। ঘর পেলেই দ্রæত সময়ের মধ্যে চামড়ার গোডাউনটি সরিয়ে নেবো।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, আবাসিক এলাকায় একটি চামড়া মজুত করায় এলাকাবাসীর সমস্যা হচ্ছে উল্লেখ করে স্থানীয় লোকজন আমার কাছে অভিযোগ দিয়েছেন। শিগগিরই এলাকাবাসী এবং ওই চামড়ার মালিককে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারাল এক মহান অভিভাবক : প্রধান উপদেষ্টা
দেশের মানুষই ছিল তার পরিবার, অস্তিত্ব: মাকে নিয়ে তারেক রহমান
আমরা গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ, জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা
নেত্রীর জন্য দোয়া চাই, গণমাধ্যমের সহযোগিতা চাই: ফখরুল
খালেদা জিয়ার জানাজা পড়াবেন যিনি
জলপাইগুড়ির সহজ-সরল মেয়ে থেকে আপসহীন নেত্রী
আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন : তারেক রহমান
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ বাংলাদেশ
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক