অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৪ রাত ০৮:৩৭

remove_red_eye

২০৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাস, নাশকতা, বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা বিষয়ে  জনসচেতনতামূলক আলোচনা করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান টিটব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।