অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা পেলেন আর্থিক সহায়তা ও উপকরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৪ রাত ০৯:৪৫

remove_red_eye

১৬৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বসতঘর ক্ষতিগ্রস্ত ১৩৮টি পরিবারকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ৬ হাজার ৯০ টাকা এবং বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশমির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এবং কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে এ অর্থ সহায়তা এবং উপকরণ প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রদান করা উপকরণের মধ্যে ছিল- একটি পানির কলস, পানির কন্টেইনার, দুইটি লাইফবয় সাবান, হুইলের গুঁড়ি এবং পানি বিশুদ্ধকারণ ট্যাবলেট। অর্থ এবং বিভিন্ন উপকরণ সহায়তা পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
কোস্ট ফাউন্ডেশন ভোলার সহকারী পরিচালক মোসা. রাশিদা বেগমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া।
এছাড়াও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোফাজ্জল হায়দার, কোস্ট ফাউন্ডেশনের ইউনিয়ন সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন, স্বেচ্ছাসেবক মো. সোহেল এবং রিপনসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।