অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে নিম্নমানের ইট দিয়ে চলছে পৌরসভার সড়কের কাজ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

১৭৯

লালমোহন প্রতিনিধি : নিম্নমানের ইটদিয়ে চলছে ভোলার লালমোহন পৌরসভার সড়ক পূনঃনির্মানের কাজ। দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে ভাঙাচোরা ছিলো সড়কগুলো। বর্তমানে সড়কগুলোর কাজ শুরু হওয়ার সংবাদে পৌরবাসীর মনে স্বস্তি ফিরলেও শঙ্কা জাগাচ্ছে নি¤œমানের সামগ্রী দিয়ে তৈরী সড়ক ব্যবস্থা। সরেজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার ৩নং ওয়ার্ড কলিম উদ্দিন মিয়াজী সড়কের কাজ চলছে, সড়কের দুধারে ইট গাঁথা হয়েছে। ছোট ছোট গর্তগুলোতে দেয়া হয়েছে ইটের টুকরো। তবে ব্যবহৃত ইটগুলো নি¤œমানের বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
পৌরসভার সূত্রে জানা যায়, সড়কটির কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রামিসা কনষ্ট্রাকশন। প্রায় এক কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় প্রায় এক কোটি ৩৭ লাখ টাকা।
স্থানীয় মো. ছালাউদ্দিন, লোকমান, করিমসহ আরো অনেকে বলেন, দীর্ঘপ্রায় দুই যুগ পর এই সড়কের কাজ শুরু হয়েছে। এমন পঁচা ইট দিয়ে কাজ করতেছে, এটা চলমান থাকলে একমাসও টিকবেনা।
তবে এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আসাদ উল্যাহ মেলকার জানান, ওই সড়কের জন্য এখনো কোনো মালামাল পাঠানো হয়নি। সড়কের পুরনো ইটগুলো তোলা হচ্ছে।       
এ বিষয়ে লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী বলেন, এখন পর্যন্ত ওই সড়কের কাজ শুরু হয়নি। সড়কের দুপাশে ইটদিয়ে এজিন দেয়ার বিষয়টি তিনি জানেননা বলে জানান।