অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভোলায় রাসেল'স ভাইপার সম্পর্কে সচেতনতা ও বন্যপ্রানী অপ্ররাধ নিয়ন্ত্রণ সংরক্ষণ বিষয়ক কর্মশালা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২৪ রাত ০৯:১১

remove_red_eye

২৭৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সাপ সম্পর্কে অবগত হয়ে রাসেল'স ভাইপারের বিস্তারিত জানাসহ সচেতনতা ও বন্যপ্রানী অপ্ররাধ নিয়ন্ত্রণ সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 আজ রবিবার ভোলা শহরের একটি হোটেলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেইনিং এসিস্ট্যানস প্রোগ্রাম ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভোলার উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.মোঃ জহিরুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মোঃ ছানাউল্যা পাটওয়ারী ।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের ২৭ জেলায় রাসেল'স ভাইপার দেখা গেছে। রাসেল'স ভাইপার এর আতংকে বিভিন্ন প্রজাতির সাপ মারা হচ্ছে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই রাসেল'স ভাইপার এর কামড় থেকে রক্ষা পেতে সকলকে সচেতন  হওয়ার পাশাপাশি কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এক ই সাথে  কর্মশালায় বন্যপ্রানী পাচার রোধ,সংরক্ষণ,  আইন নিয়ে আলোচনা করা হয়।
এ সময়  তথ্য ও চিত্র তুলে ধরেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেইনিং এসিস্ট্যানস প্রোগ্রামের প্রোগ্রাম কোঅরডিনেটর ড. নাসির উদ্দিন, প্রোগ্রাম লিড ড. সামিয়া সামি, বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিক,নার্গিস সুলতানা প্রমুখ। এ  কর্মশালায় বন্যপ্রাণী নিয়ে কাজ করে ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলার এনিম্যাল লাভার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের  সদস্যরা অংশগ্রহণ করেন।