অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভোলায় তিন উপজেলায় কৃষি,মৎস্য ও প্রনি খাতে সফল উদ্দ্যোক্তাকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

১৭৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় মৎস্য প্রানী ও কৃষি খাতে বিশেষ অবদান রাখায় তিনটি উপজেলার ছয়জন সফল উদ্দ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। জিজেইউএস হল রুমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (কৃষি ইউনিটের) সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা “সফল উদ্যোক্তা সম্মাননা-২০২৪” প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজেলা মৎস্য কর্মকর্তা,  বিশ্বজিৎ কুমার দেব। গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক( হিসাব এন্ড অর্থ) মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারনের  অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলী আজিম শরীফ , ঝেরা প্রনি সম্পদ দপ্তরের অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ অফিসার দেবাশীস কুমার কুন্ডু, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. অরুন কুমার সিংহ-উপপরিচালক ও ফোকাল পারসন সমন্বিত কৃষি ইউনিট। সভায় অরো উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক, সহকারি পরিচালক এবং কারিগরি কর্মকর্তাবৃন্দ।
সম্মাননা অনুষ্ঠানে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন ৩টি উপজেলার ৬ জন শ্রেষ্ঠ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা  হয়। সম্মাননা প্রাপ্তরা  হলেন আলেনুর বেগম (কৃষি খাত)-জলবায়ু অভিযোজনক্ষম প্রযুক্তিতে ফসল চাষ, মোঃ দুলাল মিঝি (কৃষি খাত)- কোকোডাস্ট মিডিয়া ব্যবহার সবজির/ ফলের চারা উৎপাদন, মোঃ আনোয়ার হোসেন (মৎস্য খাত)- ভসমান খাচায় মাছ চাষ, মোঃ রিয়াজ (মৎস্য খাত)- মৎস্য খামার যান্ত্রিকীকরণ, মোঃ মমিন ( প্রাণিসম্পদ খাত)- বাউ মুরগী পালন, মোঃ এনামুল (প্রাণিসম্পদ খাত)-দেশী মুরগির প্যারেন্টস্টক উৎপাদন।