অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনের ধলীগৌরনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জুন ২০২৪ রাত ১০:২০

remove_red_eye

১৯০


লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হয়। ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান হাওলাদারকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক আরিফুজ্জামান।
অন্যদিকে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৫ মে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সভাপতি মাকসুদুর রহমান হাওলাদার নির্বাচিত হন।