অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষিপণ্য বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

২২৬

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রাকৃতিক দুর্যোগ রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, সার ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষিপণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলার সাড়ে ৩ হাজার কৃষক কে ৫ কেজি করে আমন ধান, ২০ কেজি করে রাসয়নিক সার ও ৯ শত কৃষকের মাঝে ৫টি করে নারিকেল গাছের চারা বিতরণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জুলফিকার মিয়াসহ আরও অনেকে।