অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


সরকার দেশের শিক্ষাখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে জুন ২০২৪ বিকাল ০৫:৪৪

remove_red_eye

১৯১

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সুশিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার চায় সুশিক্ষিত জাতি গঠন করতে। যারা আগামীর তথ্য-প্রযুক্তি সম্পূর্ণ স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। এ জন্যই দেশের শিক্ষাখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।
বুধবার রাতে ভোলার লালমোহন উপজেলায় ‘লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের’ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও এ সময় আড়াইশত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।
লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের সভাপতি রেদওয়ান আহমেদ জ্যোতির সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক আশ্রাফুর রহমান তুহিনের সঞ্চালনায় এ সময় নাওয়াল গ্রæপের চেয়ারম্যান ফারজানা চৌধুরী রতœা, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহŸায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।