অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় মহাতাবু জলসার মধ্য দিয়ে শেষ হলো কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুন ২০২৪ রাত ১১:৩৭

remove_red_eye

১৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং স¤প্রসারণ প্রকল্পের অর্থায়নে ভোলা পিটিআইতে শেষ হলো ৫ দিন ব্যাপী কাব স্কাউট বেসিক কোর্স। কোর্সটি গত ৭ জুলাই শুরু হয়ে শেষ হয় ১১ জুলাই। কোর্সের শেষ দিনে তাবু জলসায় প্রধান অথিতি ছিলেন জেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম। সভাপতির দায়িত্ব পালন করেন ভোলা পিটিআই সুপার জহরলাল বসাক। মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন লালমোহন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম মোল্লা এলটি, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পারভিন আক্তার এলটি, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম জাকারিয়া সহ জেলা স্কাউটস এর কর্মকর্তাবৃন্দ। ১৬ জন প্রশিক্ষকের মাধ্যমে ভোলার বিভিন্ন উপজেলার ৯১ জন পিটিআইর প্রশিক্ষনার্থীরা এই কোর্স গ্রহন করে। ১৯২ তম কোর্সের কোর্স লিডার ছিলেন মনোয়ার রশিদ খান এএলটি। ১৯৩ তম কোর্সের কোর্স লিডার ছিলেন নাহিদ মোর্শেদা মিশু এএলটি। তাদের সাথে প্রশিক্ষক হিসেবে যোগ দেন ভোলার পাশাপাশি ঢাকা, লক্ষীপুর মেহেন্দীগন্জ, পটুয়াখালী, বরগুনা থেকে আগত প্রশিক্ষকগণ।