অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলার লালমোহন ও তজুমদ্দিনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২৪ বিকাল ০৫:৪৯

remove_red_eye

২৫০

                   উপজেলা পরিষদ নির্বাচন


বাংলার কন্ঠ প্রতিবেদক  : ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা পরিষদের নির্বাচন বিচ্ছিন্ন একটি সংঘর্ষে ঘটনা ছাড়া রবিবার সকাল থেকে   বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে পরিবেশে শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টায় ভোট গ্রহণ এর কথা থাকলেও তার আগেই মানুষ ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন।  প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যাস্থা জোরদার করার কারণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি,রেব, কোষ্টগার্ড ,আনসারসহ ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,নিবার্হী ম্যাজিস্ট্রেট এর টিম নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করেন।
এদিকে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
উল্লেখ্য,লালমাহন ও তজুমদ্দিন উপজেলায় চেয়ারম্যান  পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে  ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে  ৫ জন প্রতিদ্বদ্বীতা করেন।