অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুন ২০২৪ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

২৮১

            ৯ জন আহত

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে লডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজি রশিদ আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমথর্কদের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার দুপুর ২ টায় ভোট চলাকালিন সময় হাজি রশিদ আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বেড়িবাঁধের উপর ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান রিমন ও জাকির হোসেনে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কূপিয়ে ও পিটিয়ে ৯ জনকে আহত করা হয়েছে। এদের মধ্যে কূপিয়ে মারাত্মক যখম করা মো. এমরানকে লডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত এমরান চশমা প্রতিকের প্রার্থী আবুল হাসান রিমনের সমর্থক।
এদিকে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল ইসলাম ভুইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকারের নেতৃত্বে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সগির সাংবাদিকদেরকে জানান, কেন্দ্রের বাইরে ঘটনা ঘটায় ভোট গ্রহণে কোন সমস্যা হয়নি।
এ বিষয় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, লডহার্ডিঞ্জ ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে এ ঘটনায় কেউ আটকের খবর পাওয়া যায়নি।
অপরদিকে দুপুর সাড়ে ১২টায় লালমোহন উপজেলার উত্তর মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার পাশাপাশি কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে দুই নারীসহ তিন জন আটক করা হয়।