অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুন ২০২৪ সকাল ০৯:৪২

remove_red_eye

২০৯

লালমোহন ও তজুমদ্দিন উপজেলা

 উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ 

 

বাংলার কন্ঠ প্রতিবেদক: ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা পরিষদের নির্বাচন আজ রবিবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টায় ভোট গ্রহণ এর কথা থাকলেও তার আগেই মানুষ ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ভোটাররা শান্তি পূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। 

 

 

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি,রেব, কোষ্টগার্ড ,আনসারসহ ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও নিবার্হী ম্যাজিস্ট্রেট এর টিম নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করেন।

 

লালমাহন ও তজুমদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বদ্বীতা করছন।

 

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৮৪৭জন। এরমধ্য নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৭৩জন এবং পুরুষ ভোটার ১লাখ ৩৫ হাজার ৩৭১জন। এছাড়া এই উপজলায় তৃতীয় লিঙ্গর ভোটার রয়েছেন ৩ জন। এসব ভোটাররা উপজেলার ৮৩টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

তজুমদ্দিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৩৮৮ জন ।এর মধ্যে পুরুষ ৫৩ হাজার ৭৪০ ও নারী ভোটার ৪৯ হাজার ৬৪৮ জন। ভোট কেন্দ্র ৩৬ টি।