অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় পায়ু পথে আনা ইয়াবার চালান আটক -১


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুন ২০২৪ দুপুর ০২:১৯

remove_red_eye

১৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় এলাকার মোঃ শাজাহান ( ৫০) চট্টগ্রামের সিএনজি চালক। গেল ৩ মাস সিএনজি চালানো বাদ রেখে ইয়াবার চালান বহনকারী হিসেবে কাজ করছেন। ২০ টি কনডমের ভেতর ইয়াবা রেখে তা পায়ু পথে প্রবেশ করিয়ে চালান বইতে গিয়ে শুক্রবার ইলিশা লঞ্চ ঘাটে পুলিশের হাতে আটক হন শাহাজান। প্রথমে অস্বীকার করলেও তাকে হাসপাতালে নিয়ে ডাক্তারের সহায়তায় ওয়াস করাসহ  বিভিন্ন প্রন্থায় ভেতর থেকে ইয়াবার চালান বেড় করে আনেন সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ জিল্লুর রহমান, এসআই শামীম হোসেন, এসআই রইচ রহমান , এএসআই আমিন, এ এসআই হাফিজুর রহমানসহ গোয়েন্দা টিমের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার ( সাইবারক্রাইম) আছাদৃুজ্জমান এক প্রেস ব্রিফিংকালে জানান, এমন ঘটনা ভোলায় এই প্রথম। বিষয়টি নিয়ে তাদের টিম নতুন করে মাদক উদ্ধারের অভিযানের সুত্র খুঁজছেন। সিএনজি চালক শাহাজানের বিরুদ্ধে চট্টগ্রামে ৩টি চুরি মামলা রয়েছে। সে দুটি বিয়ে করেছে তার ৪ মেয়ে ২ ছেলে। ছেলেরা চট্টগ্রামে রিকসা চালায়। চরফ্যাশনে একটি চক্র মাদক চালান আনায় জড়িত রয়েছে। তারাই শাহাজানকে ব্যবহার করছে বলেও জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় ।