অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


উৎস মুখর পরিবেশে মনপুরা ও চরফ্যাশনে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২৪ রাত ০৯:২৯

remove_red_eye

২৪৯

 বাংলার কন্ঠ প্রতিবেদক :  চতুর্থ ধাপে উৎসব মুখর পরিবেশে ভোলার সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা ও চরফ্যাশন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । বুধবার সকাল থেকে শান্তি পূর্ণ পরিবেশে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিভিন্ন কেন্দ্রে ভোটররা ভোট শুরুর আগেই লাইন দিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তবে সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়াতে থাকে। শান্তি পূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে  বিভিন্ন বয়সী নারী ও পুরুষ ভোটাররা সন্তোষ প্রকাশ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিচ্ছিন্ন ভাবে দুই একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে স্লোগান দেয়া কে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে। হাজির হাট ইউনিয়নের ৭ নং কেন্দ্র এলাকায় চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের এক সমর্থক মারধরের অভিযোগ রয়েছে।
 এদিকে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে আবাদ ও নিরপেক্ষ করার লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোষ্টগার্ড, পুলিশ, আনসারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকার সহ ভোট কেন্দ্রে  নিয়োজিত ছিলো।
ভোলা মনপুরা উপজেলায় নারী পুরুষ ও তৃতীয় লিংঙ্গ সহ ভোটার সংখ্যা ৬২ হাজার ৪৮৪ জন ও চরফ্যাশনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ৯৪৯   জন। চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন।