অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জাকির হোসেন মহিন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২৪ রাত ০৯:৫৩

remove_red_eye

২৫১

            জাতীয় পর্যায়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ডেইরি আইকন পদক লাভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় পর্যায়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ডেইরি আইকন পদক লাভ করায় সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন ফুলেল শুভেচ্ছায় সিক হয়েছেন। সোমবার (৩ জুন) সকালে ভোলা খেয়াঘাট, চৌমুহনি ও পুলিশ লাইন্স মোড়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে স্পীডবোটে খেয়াঘাটে পৌছলে সংস্থার কর্মকর্তা ও কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মোটরসাইকেল শোভা যাত্রার মাধ্যমে তাকে প্রাধান কার্যালয়ে নিয়ে আসেন। পথিমধ্যে চৌমুহনি বাজারে স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা তাকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান। একইভাবে পুলিশ লাইন্স মোড়েও স্থানীয়রা যুবকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংস্থার পরিচালক হুমায়ুন কবির, এডভোকেট বিথী ইসলাম, এক্সিম ব্যাংক’র ব্যবস্থাপক মোঃ মোকাম্মেল হক, অতিরিক্ত পরিচালক মোঃ আজাদ হোসেন, মোঃ মোস্তফা কামাল প্রমূখ।
উল্লেখ্য, শনিবার (১লা জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানে ডেইরি সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান এমপি’র হাত থেকে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।