অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলো চরম দুর্ভোগে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মে ২০২৪ রাত ০৯:৪০

remove_red_eye

২৫০

         দ্রুত পুনর্বাসনের দাবী 
 
 
হাসিব রহমান/ কামরুল ইসলাম, বোরহানউদ্দিন থেকে ফিরে : কেউ খোলা আকাশের নিচে  ধ্বংসযজ্ঞ ঘরের শেষ চিহ্নের উপর বসে আছে। আবার কেউ শেষ সম্বল ঘরের চালা খুঁটি , হাঁড়ি পাতিল,মালামাল যা আছে তা খুঁজে মেরামতের চেষ্টা করছে।  কেউ বা ভেঙ্গে যাওয়া গাছ কেটে সরিয়ে ফেলেছেন। এ চিত্র ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা,বড় মানিকা, গঙ্গাপুর এলাকায়।  সেখানে ক্ষতিগ্রস্ত অনেক পরিবারে ভিটেমাটি চুলো পর্যন্ত ভেসে গেছে। তাই রান্না করে খাওয়া অবস্থাও নেই। কেউ কেউ আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। 
 
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় ঘুর্নিঝড় রেমাল ভয়াবহ তাণ্ডবে জেলার বিভিন্ন জনপদে রেমালের ধ্বংসযজ্ঞ দগ দগে চিহ্ন পরে আছে। কয়েক হাজার  বিধ্বস্ত ঘরবাড়ির পরিবার গুলো মানবেতর জীবনযাপন করছে। অনেক ই অধহারে খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
ক্ষতিগ্রস্ত লুতফা বেগম,লতিফা বেগম,বশির সহ দুর্গতরা জানান, তাদের জোয়ারের পানিতে তলিয়ে তাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তাঁরা খেয়ে না খেয়ে কোন রকমে দিন পার করছেন। তাদের দুর্ভোগের শেষ নেই।
জনা যায়, ভোলায় সরকারি হিসেবে জেলায় সম্পূর্ন রুপে ২ হাজার ৪৪৫ টি ঘর ও আংশিক ৫ হাজার ১৫৮ টিসহ মোট ৭ হাজার ৬২৩ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ঘর বাড়িই নয়, জমির ফসল, পুকুরের মাছ, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ হাজার ৮৬০ টি পুকুর, ৯৫০ টি মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এতে প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে।  কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ভোলায় ২৩ হাজার ২৩৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৭৯১ হেক্টর সবজি, চার হাজার ৩০০ হেক্টর আউসের বীজতলা, পাঁচ হাজার হেক্টর আবাদকৃত আউস, এক হাজার ৩৩৫ হেক্টর বোরো ধান, ৫৭০ হেক্টর পান, ৪৮৯ হেক্টর আখ, ৪৫০ হেক্টর কলা, ৩০০ হেক্টর পেপের ক্ষতি হয়েছে।  ভোলা জেলায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক ।এদিকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সহায়তা নগদ অর্থ সহ ত্রান সামগ্রী বরাদ্দ করা হয়েছে। 
ভোলার বোরহানউদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান, তার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে খাবার বিতরণ করা হয়। পুরো বিধ্বস্ত পরিবার গুলোর পুনর্বাসনের জন্য তারা ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন।